বিনোদন ডেস্ক: আবারও ফেসবুক বিভ্রাটে পড়লেন দেশীয় তারকা। সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি এবার অভিনেতা শরিফুল রাজকে ‘মৃত’ ঘোষণা করে তার প্রোফাইল ‘রিমেম্বারিং’ করেছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়।
তবে রাজ জানালেন, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি বেঁচে আছেন, ভালো আছেন। তার মতে, কেউ বিষয়টি জানিয়ে রিপোর্ট করেছে। বিষয়টি খুবই দুঃখজনক।
গত বছর চিত্রনায়িকা পরীমনিকে বিয়ে করেন রাজ। চলতি বছর আনুষ্ঠানিকভাবে জানান তারা মা-বাবা হতে যাচ্ছেন। তাদের বিয়ের ঘোষণার পর রাজের ফলোয়ার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে রিপোর্টের সংখ্যাও। যার সর্বশেষ নজির হিসেবে তার প্রোফাইলটি মিথ্যা তথ্যে রিমেম্বারিং হলো।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরীমনি ও রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি সেই গোপন বিয়ে ও পরীমনি মা হতে যাওয়ার খবর জানান তারা। এরপর ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ১০১ টাকা কাবিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা জুটি।
গিয়াস উদ্দিন সেলিমের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘গুণিন’-এর শুটিংয়েই রাজ-পরীমনির প্রেম ও বিয়ের ঘটনা ঘটে। এই সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করলেন তারা। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। শিগগিরই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
‘গুণিন’-এ রাবেয়া চরিত্রে দেখা যাবে পরীমনিকে, আর রমিজ হয়েছেন রাজ। সিনেমাটির নাম চরিত্রে আছেন আজাদ আবুল কালাম। এছাড়াও আরো অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।
এর আগে একাধিক ব্যক্তিকে ফেসবুক ‘মৃত’ ঘোষণা করেছিল। পরে জানা যায়, ভুল আবেদনে এমনটা করেছে তারা।
প্রসঙ্গত, গতকাল সোমবার রাতেই ফেসবুক ‘রিমেম্বারিং’ করেছে নায়িকা সুবাহ শাহ হুমায়রার ফেসবুক অ্যাকাউন্টটি। সিনেমা দিয়ে আলোচনায় না আসলেও ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা এবং গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করে খবরের শিরোনাম হয়েছেন বহুবার। দেশীয় তারকাদের মধ্যে চিত্রনায়ক জায়েদ খান একাধিকবার ‘রিমেম্বারিং’ ঝামেলায় পড়েছিলেন। এমনটা হয়েছে তসলিমা নাসরিন, অভিনেতা পলাশসহ আরও বেশ কয়েকজনের বেলায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।