আন্তর্জাতিক ডেস্ক : মারা যাওয়ার পর এক ভিক্ষুকের লাখ লাখ টাকার সন্ধান পেল মুম্বাইয়ের পুলিশ।
দেড় লাখ রুপির কয়েন ছাড়াও ফিক্সড ডিপোজিটে ৮ লাখ ৭৭ হাজার রুপিরও সন্ধান পাওয়া গিয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ১০ লাখ ১৬ হাজার টাকা।
এনডিটিভি জানায়, শুক্রবার দুর্ঘটনায় মৃত্যুর পর ভিখারি বিরজু চন্দ্র আজাদের ঘরে অনুসন্ধানে যায় পুলিশ। ঘরে ঢুকেই পুলিশ তাজ্জব বনে যায় তারা। ঘরে থাকা স্তূপকার টাকা গুনতে কয়েক ঘণ্টা লেগে যায় পুলিশ কর্মীদের।
দক্ষিণ-পূর্ব মুম্বাইয়ের গোবান্দি এলাকায় বস্তিতে একা থাকতেন ওই ভিখারি। বিরজুর ঘরে গুনে দেড় লাখ রুপির কয়েন পায় পুলিশ। এ ছাড়া কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটে পাওয়া গেছে ৮ লাখ ৭৭ হাজার রুপি।
এক পুলিশ কর্মকর্তা জানান, গোবান্দি এবং মানখুর্দের মধ্যে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় বিরজু। এ ঘটনায় তার স্বজনদের সন্ধান করতে ভিখারির বাড়িতে যায় পুলিশ। সেখানেই এমন চাঞ্চল্যকর ঘটনার মুখোমুখি হয় তারা।
ফিক্সড ডিপোজিটের জমানো টাকা যাতে সুরক্ষিত থাকে, এর জন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।
বিরজু চন্দ্রের পরিবারের খোঁজ চালানো হচ্ছে। জমানো কয়েকগুলোও নিরাপদ জায়গায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।