জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির বনের পাশে মৃত পড়ে থাকা অবস্থায় একটি বন্যহাতির সন্ধান পেয়েছে বন বিভাগ।
রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় হাতিটির সন্ধান পেলেও বিকেল ৫টা পর্যন্ত ঘটনাস্থলেই পড়েছিল হাতিটি। তাৎক্ষণিক মৃত্যুর কারণও জানতে পারেনি বন বিভাগ।
স্থানীয়রা জানায়, রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওতাধীন খরলিয়া ছড়ার শাইরার ঘোনা এলাকায় মৃত হাতি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয় এক কিশোর বন বিভাগের স্থানীয় পানেরছড়া রেঞ্জে খবর দেয়। পরে বেলা ১১টায় পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান ঘটনাস্থলে যান।
স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক শক দিয়ে হাতিটিকে হত্যা করা হয়েছে।
দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান মোবাইল ফোনে জানান, হাতির মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ওপরের অংশে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে হাতিটি বেশ বয়স্ক। ভেটেরিনারি সার্জনকে ডেকে পাঠানো হয়েছে। ভেটেরিনারি সার্জন এলে মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তৌহিদুর রহমান বলেন, যেখানে মৃত হাতিটি পড়ে রয়েছে সেটি জোত জমি। এর পাশেই বন। ঘটনাস্থলের প্রায় ২০০ মিটার দূরে বাড়িঘর রয়েছে। এসব বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ আছে। হাতিটিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। আর যদি হাতিটি হত্যা করা হয়েছে এমন কোনো আলামত পাওয়া গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।