জুমবাংলা ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মৃত্যু শুরু হওয়ার পর এটিই একদিনে সর্বোচ্চ।
এর আগে গত ১৯ জুলাই দেশে করোনায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। এখন পর্যন্ত দেশে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হলেন ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৯৫২টি নমুনায় পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।
গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৫২ জন। এ পর্যন্ত সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৯৫ জনের মধ্যে পুরুষ ১৪১ জন, নারী ১০৬ জন। যারা মারা গেছেন তাদের ৭২ জন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া ৬১ জন চট্টগ্রামের, ২১ জন রাজশাহীর, ৪৬ জন খুলনার, ১২ জন বরিশালের, ১৪ জন সিলেটের, ১৬ জন রংপুরের ও ৫ জন ময়মনসিংহের বাসিন্দা ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।