বিনোদন ডেস্ক: রবিবার দুপুরে মৃত্যুর কাছে হার মেনেছেন কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলা। প্রায় ১০ বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি, তবুও লড়াই চলছিল তাঁর। অভিনয়ের পরিধি তাঁর স্বল্প ছিল। তবুও আলোকজ্জ্বল ছিলেন শোবিজে।
কিন্তু সবকিছু ফেলে রেখে চলে গেলেন ভারতের মুর্শিদাবাদের এই লড়াকু অভিনেত্রী। তাঁর মাত্র কয়েকটি বছরে দিয়েছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিক, ওয়েবসিরিজ। আর স্বল্প অভিনয়ের পরিসরেই তিনি রেখে গেলেন অনেক স্মৃতি, গোটা বাংলার মানুষের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী।
শুধু অভিনয়ে নয়, নাচেও ছিলেন তিনি তুখোড়। একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম ক্যান্সারে আক্রান্ত হন নায়িকা, এরপর সেই যুদ্ধে জিতে ফের ২০২১-এ ফের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন তিনি, যার ফলে কেমো থেরাপিতে চুল কেটে ফেলতে হয় তাঁর। তাও লড়ছিলেন, কিন্তু গত কয়েক সপ্তাহে আগে হুট করেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি, এরপর ভেন্টিলেশন, কোমা, কার্ডিয়াক অ্যারেস্ট সবটাই নায়িকাকে একেবারে ঘিরে ধরে, শেষমেষ এতগুলো সংক্রমণ থেকে আর লড়ে উঠতে পারলেন না।
রবিবার হাওড়ার হাসপাতালে মাত্র ২৪ বছর বয়সে মৃত্যু হয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। তাঁর এই যুদ্ধে লড়ছিলেন আরও একজন মানুষ। ‘প্রিয় বন্ধু’ সব্যসাচী চৌধুরী। যাঁর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন তিনি, তাঁকেই নিজের হাতে করে হাসপাতালে ভর্তি করেছিলেন সব্যসাচীকে।
হাওড়ার বেসরকারি হাসপাতাল থেকে থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তাঁর কলকাতার বাড়িতে।
সেখান থেকে স্টুডিওতে, সেখানে ঐন্দ্রিলাকে পড়ানো হয়েছে লিপস্টিক, গালে মেকআপ, অভিনেত্রী তাই সৌন্দর্য দানের মাধ্যমেই তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সহকর্মীরা। সন্ধ্যায় মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা শ্মশানে।
সুন্দরী নায়িকার মতোই বিদায় জানানো হলো ঐন্দ্রিলাকে।
বীরের বাবার কাছ থেকে উপহার পেয়ে চোখে পানি চলে এসেছে, জন্মদিনে বুবলী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।