আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে মেক্সিকোয় মৃতের সংখ্যা লাখের দিকে ছুটছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দেশটিতে ৭০ হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে।
নতুন এই রোগটিতে এর চেয়ে বেশি মানুষ মারা গেছে কেবল যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে।
মেক্সিকোয় শনাক্ত রোগী সংখ্যা ৬ লাখ ৫৮ হাজার ২৯৯ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৩ হাজার ৭৬৪ জন।
গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৯ জনে। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ১৯ হাজার ৫৭৭ জন। সুস্থ ২ কোটি ৫ লাখ ৭৪ হাজার ২৮৭ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৬ লাখ ৩৬ হাজার ২৪৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৪২১ জন। সুস্থ ৩৯ লাখ ১৭ হাজার ৯৬২ জন।
দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৪৬ লাখ ৫৭ হাজার ৩৭৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২১ হাজার ৪৩৮ জন। মারা গেছেন ৭৭ হাজার ৫০৬ জন।
ব্রাজিলে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৮ জন।
করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৫১ হাজার ৮৭৪ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৮ হাজার ৩৬৫ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।