মেক্সিকো-পোল্যান্ড ম্যাচটি গোলশূন্য ড্র

মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে পোল্যান্ড। মঙ্গলবার (২২ নভেম্বর) গ্রুপ ‘সি’ এর ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় দোহায় মুখোমুখি হয় এই দু’দল। ৯০ মিনিটের খেলাটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে মীমাংসা হয়।
মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ

লেভানদোভস্কির পেনাল্টি মিসে জয় হাতছাড়া পোল্যান্ডের।বার্সেলোনা স্ট্রাইকারের পেনাল্টি বাঁচিয়ে মেক্সিকোকে পয়েন্ট এনে দিলেন গিয়েরমো ওচোয়া।

বিশ্বকাপে একটি গোলের জন্য মরিয়া হয়ে থাকা রবের্ত লেভানদোভস্কি কাজে লাগাতে পারলেন না সুবর্ণ সেই সুযোগ। পোলিশ ‘গোলমেশিন’ মিস করলেন পেনাল্টি! বেঁচে গেল মেক্সিকো।

বল দখল, আক্রমণ, গোলের সুযোগ তৈরি, গোলের জন্য শট, লক্ষ্যে শট সব মাপকাঠিতেই এগিয়ে ছিল মেক্সিকো।

কিন্তু সবচেয়ে নিশ্চিত সুযোগটা পায় পোল্যান্ডই। কিন্তু গিয়েরমো ওচোয়া বিশ্ব আসরে আরও একবার দেখালেন, গোলরক্ষক হিসেবে কতটা অসাধারণ তিনি। ঠেকিয়ে দিলেন লেভানদোভস্কির স্পট কিক।

১৯৯০ বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরেও ফাইনাল খেলে আর্জেন্টিনা