জুমবাংলা ডেস্ক: মেক্সিকো সিটি বাংলাদেশ দূতাবাস এবং ক্লাস্ট্রো ডে সরহুয়ানা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত উদ্যোগে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ‘সোনার বাংলা‘ শীর্ষক প্রদর্শনী। এটি বাংলাদেশের ঐতিহ্য এবং শিল্পেরই এক উদযাপন।
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের ডিন কার্মেন বিয়াট্রিজ লোপেজ পোর্তিয়ো রোমানো, প্রখ্যাত চিত্রশিল্পী মার্গারিতা চাকন বাচে সহ আমন্ত্রিত অতিথিবর্গ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব, এবং ক্লাস্ট্রো মিউজিয়ামের কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। মেক্সিকোতে অবস্থিত সার্বিয়া, ইরাক, ভেনিজুয়েলা, স্পেন, স্লোভাকিয়া, কাতার, ভারত, সৌদি আরব, আলজেরিয়া, হন্ডুরাস, গুয়াতেমালা, এবং ডমেনিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত এবং কূটনৈতিক প্রতিনিধিগণও এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
এ সময় কালিদাস কর্মকার (মৃত), ডক্টর ফারিদা জামান, নিসার হোসেন, রেজাউন নবী, মোস্তাফিজুল হক, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, মাহফুজুর রহমান, মো. মুনিরুজ্জামান, মো. রাশেদুল হুদা সরকার, সঞ্জীব দাস অপু , রুকসানা সাইদা আকতার পপি, মো. জাহির হোসেন, শামসুল আলম ইন্নান, রুবিনা নার্গিস, মো. জহির উদ্দিন, শাহনাজ সুলতানা, রিফাত জাহান কান্তা, মোহাম্মদ কামাল উদ্দিন, সারা তুনে, রাশেদ সুখন, এম এম মাইজুদ্দিন, আবুল কালাম শামসুদ্দীন, আব্দুস শাকুর শাহ, আব্দুল মান্নান, আবিদা ইসলাম, সৈয়দ আবুল বরক আলভী, নায়িমা হক, মোহাম্মদ ইউনুস, এবং রাকিব হাসানসহ ৩০জন প্রতিষ্ঠিত এবং উদীয়মান বাংলাদেশী চিত্রশিল্পীদের কাজ উপস্থাপন করা হয় ।
ডিন কার্মেন বিয়াট্রিজ লোপেজ পোর্টিলো রোমানো তার বক্তব্যে বাংলাদেশের এ সকল শিল্পীদের শিল্পকর্মের প্রশংসা করেন এবং মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানান । এই ধরনের সাংস্কৃতিক বিনিময় মেক্সিকো এবং বাংলাদেশ মধ্যেকার বন্ধুত্বের বন্ধনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে মর্মে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তৃতায় এই প্রদর্শনীর জন্য শিল্পকর্মগুলি সংগ্রহ এবং কিউরেট করবার জন্য ক্লাস্ট্রো ডে সরহুয়ানা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এবং ঢাকাস্থ ‘গ্যালারী চিত্রক’-এর নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামানকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, এই বৈচিত্র্যময় প্রদর্শনী বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, লোক কাহিনী ও গ্রামীণ ঐতিহ্যকে উপস্থাপনের মধ্য দিয়ে একটি জাতির নির্যাসকে তুলে ধরেছে। উদ্বোধনী বক্তব্যের পর উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ এবং কূটনৈতিক প্রতিনিধিগণ ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
University Claustro de Sor Juana hosts ‘Sonar Bangla’ exhibition
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।