জুমবাংলা ডেস্ক : মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে কমপক্ষে দুইজন নিহত। আহত হয়েছেন পাঁচজন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন অদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। দুইজনের বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়।
গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলামিন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়। তবে কতজন আহত হয়েছেন তা এখনও জানতে পারিনি। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিলেন।
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিলো। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় অবস্থায় আনা হয়। বাকি একজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুইজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।