বুধবার (১৭ সেপ্টেম্বর) মার্ক জাকারবার্গের সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান মেটা বার্ষিক কানেক্ট ইভেন্টে নতুন স্মার্টগ্লাস উন্মোচন করতে যাচ্ছে। অভ্যন্তরীণভাবে ‘হাইপারনোভা’ নামে পরিচিত এই চশমা অগমেন্টেড রিয়েলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি এবং মেটা’র এ পর্যন্ত সবচেয়ে উন্নত স্মার্টগ্লাস হিসেবে দাবি করা হচ্ছে।
‘হাইপারনোভা’ স্মার্টগ্লাসে রয়েছে ছোট একটি ডিসপ্লে, যা রিস্টব্যান্ডের মাধ্যমে হাতের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে। এই রিস্টব্যান্ড নিউরাল প্রযুক্তি ব্যবহার করে হ্যান্ড জেসচার শনাক্ত করতে সক্ষম। অভ্যন্তরীণভাবে ‘হাইপারনোভা’ হলেও ব্যবহারকারীদের কাছে এটি ‘সেলেস্তে’ নামে পরিচিত হতে পারে। ডান দিকের লেন্সের ডিসপ্লের মাধ্যমে ব্যবহারকারীরা নোটিফিকেশন দেখার মতো বেসিক কাজ করতে পারবে।
মেটা নতুন স্মার্টগ্লাসের মাধ্যমে এআই-চালিত অগমেন্টেড রিয়েলিটি পণ্যে বিনিয়োগ বৃদ্ধি করতে চায়। বিশ্লেষকরা মনে করেন, বাজারে এর দাম ৮০০ মার্কিন ডলারের আশেপাশে হতে পারে।
গত বছরের ‘ওরিয়ন’ স্মার্টগ্লাসের তুলনায় ‘হাইপারনোভা’ বেশি উন্নত এবং শক্তিশালী। ওরিয়নকে জাকারবার্গ ‘ভবিষ্যতের টাইম মেশিন’ আখ্যায়িত করেছেন, যা বাণিজ্যিকভাবে ২০২৭ সালে বাজারে আসবে।
মেটা বর্তমানে দুটি স্মার্টগ্লাস বিক্রি করছে, যেগুলিতে অংশীদার হিসেবে আছে রে ব্যান ও ওকলে। সব স্মার্টগ্লাসেই রয়েছে ক্যামেরা, হ্যান্ডস-ফ্রি নিয়ন্ত্রণ এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে সরাসরি লাইভস্ট্রিমিংয়ের সুবিধা।
মেটা কানেক্ট ২০২৫ ইভেন্টে ‘হাইপারনোভা’ ছাড়াও আরও পণ্য উন্মোচনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে নতুন রিস্টব্যান্ড ও উন্নত রে ব্যান স্মার্টগ্লাস। মেটা ২০২০ সাল থেকে অগমেন্টেড রিয়েলিটি খাতে ৬০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। জাকারবার্গের লক্ষ্য স্মার্টগ্লাসকে মানুষের দৈনন্দিন জীবনে সুপারইন্টেলিজেন্সের প্রধান মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা।
সাতক্ষীরা সীমান্তে ৮৫টি ভারতীয় মোবাইল জব্দ, বাজারমূল্য সাড়ে ২৫ লাখ টাকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।