জুমবাংলা ডেস্ক : রাজধানীর মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে মো. ফরিদ প্রকাশ পাগলা জসিম (২৬) নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে কারওয়ান বাজার স্টেশনের ভেতর থেকে ওই পকেটমারকে ধরেন মেট্রোর যাত্রীরা।
ঘটনার পরপরই ট্রাফিক অ্যালার্ট নামে একটি ফেসবুক গ্রুপে ভোমর ধীমান নামে একজন বিষয়টি নিয়ে পোস্ট দেন। তিনি ওই ট্রেনে ছিলেন বলে জানান। পোস্টের কমেন্টগুলো থেকে জানা যায়, মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেনে এই ঘটনা ঘটে।
মেট্রোরেলের একজন কর্মকর্তা পকেটমার ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারওয়ান বাজার স্টেশনে ট্রেন থামলে যাত্রীরা নামার সময় একজন পকেটমার হাতেনাতে ধরা পড়ে। পরে তাকে তেজগাঁও থানায় সোপর্দ করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে জানান, আটককৃত ফরিদ চিহ্নিত ছিনতাইকারী। তার দলে আরও দুজন আছেন। তারা সাধারণত রিকশাযাত্রী নারীদের ব্যাগ, মোবাইল টান মেরে ছিনতাই করেন। কিন্তু ইদানিং তারা মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করেছেন।
ওসি বলেন, মেট্রোরেল নতুন হওয়ায় যাত্রীরা তুলনামূলক কম সাবধান থাকেন। তাই তাদের টার্গেট করে মেট্রোরেলে যাতায়াত করেন ফরিদ ও তার দল। আজ বিকেলে মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে যাত্রীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেন ফরিদ ও তার সহযোগীরা। এসময় যাত্রী টের পেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ফরিদকে আটক করা হয়।
মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা ও অপরাধ দমনে কাজ করছে ‘ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ’ বা ‘এমআরটি পুলিশ’। এ ছাড়া মেট্রোরেলের সবগুলো স্টেশন এবং কোচ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।