জুমবাংলা ডেস্ক: ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ নভেম্বর।
আজ (২০ অক্টোবর) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর শিডিউলজনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এছাড়া, অন্য কোনো কারণ নেই।
এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধনের বিষয়টি জানান। পরবর্তীতে সেই তারিখ পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারিত হয়।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। এরই মধ্যে চালু হয়েছে এই অংশের সব স্টেশন। এখন মেট্রোরেল চলাচল করছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।