Advertisement
লাইনের তারে একটি ঘুড়ি আটকে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে মেট্রোরেল চলাচল।

বুধবার (৩ ডিসেম্বর) মেট্রোরেলের আগারগাঁওয়ে স্টেশনসহ অন্য স্টেশন থেকে কর্তৃপক্ষ মাইকিং করে বিষয়টি নিশ্চিত করে।
প্রত্যক্ষদর্শী ও মেট্রোর যাত্রী বিপ্লব কিশোর সরকার দুপুর সাড়ে ১২টার দিকে জানান, মেট্রোর তারে ঘুড়ি আটকে যাওয়ার খবর জানিয়ে ট্রেন বন্ধ থাকার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর আগে রোববার রাতে দুই কিশোর মেট্রোর ছাদে উঠে পড়লে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। তার আগে গত মঙ্গলবার মেট্রোরেলের লাইনের ওপর একটি ব্যাগ পড়ে থাকায় ২০ মিনিট বন্ধ রাখতে হয় এর চলাচল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



