স্পোর্টস ডেস্ক: রাশিয়ান দানিল মেদভেদেভকে ফাইনালে ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করে প্যারিস মাস্টার্সের শিরোপা জয় করেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। সার্বিয়ান তারকার ক্যারিয়ারে এটি ষষ্ঠ প্যারিস মাস্টার্স ও রেকর্ড ৩৭তম মাস্টার্স শিরোপা।
সেপ্টেম্বরের ফাইনালে এই মেদভেদেভের কাছে ফাইনালে পরাজিত হয়ে ইউএস ওপেনের শিরোপা পাওয়া হয়নি ৩৪ বছর বয়সী জকোভিচের। মাত্র দুইদিনের ব্যবধানে দ্বিতীয় রেকর্ডের দেখা পেলেন জকোভিচ। শনিবার নিশ্চিত হয়েছিল টানা সাত বারের মত এটিপি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছেন এই সার্বিয়ান যা একটি রেকর্ড।
গতকাল বিশ্বের শীর্ষ দুই তারকার হাই ভোল্টেজ এই ফাইনালে আবারো জকোভিচ প্রথম সেটে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে। সেমিফাইনালে হাবার্ট হারকাজের বিপক্ষেও তিন সেটের লড়াইয়ে প্রথম সেটে পরাজিত হয়েছিলেন জকো।
এনিয়ে প্যারিসে দ্বিতীয়বারের মত ফাইনালে বিশ্বের দুই শীর্ষ তারকা একে অপরের মুখোমুখি হলেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।