নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৫ বছর ধরে উপজেলার মেধাবীদের শিক্ষা বৃত্তি দিয়ে আসছেন ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প। এরই ধারাবাহিতায় এ বছর এসএসসিতে স্থানীয় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫% মার্কসপ্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে ৫০ হাজার করে ১ লাখ টাকা প্রদান করা হয় এবং ওই দুই শিক্ষার্থীকে এইচএসসি পর্যন্ত প্রতি বছর ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও মেডিকেলে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে ৬০ হাজার টাকা প্রদান করা হয়। ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প তাকেও মেডিকেল পাস করা পর্যন্ত তার পড়ালেখার যাবতীয় খরচ চালিয়ে যাবে।
অন্যদিকে, মোক্তারপুর ইউনিয়নের বাঘুন উচ্চ বিদ্যালয়কে ১ লক্ষ ৮০ হাজার টাকা, জামালপুর ইউনিয়নের দোলান বাজারের প্রতিভা মডেল হাই স্কুলকে ১ লাখ টাকা বাৎসরিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও ৪ শিক্ষার্থীকে ৬০ হাজার টাকা ও একটি সামাজিক সংগঠনকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
রোববার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ব্যানবেইজে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের পরিচালক মুহাম্মদ আসাদ উল্লাহ।
ট্রাষ্ট্রের ভাইস চেয়ারম্যান নবীউল ইসলাম খানের পরিচালনায় এতে সম্মানিত অতিথি হিসবে বক্তব্য রাখেন উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মনির উদ্দিন আহমেদ। এ সময় ট্রাষ্ট্রি মাশহুদুর রহমান সাজেদ ও মারুফুল হক ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।