বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এরপর টিভি নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে অসুস্থতার কারণে কিছুটা বিরতিতে রয়েছেন এই অভিনেত্রী। জানা গেছে, শিগগিরই তিনি আবারও কাজে ফিরবেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব স্পর্শিয়া। ব্যক্তিগত চিন্তা, অভিজ্ঞতা ও সমাজবিষয়ক নানা বিষয়ে তিনি নিয়মিত মতামত প্রকাশ করেন। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমান হয়না। না তোহ যাকে ছোট করার চেষ্টা করেন সে ছোট হয়, না তোহ কাউকে ছোট করে আপনি বড় হন। অযথা শুধু নোংরামি ছড়ানো হয়।
তিনি আরও লেখেন, কোনও মেয়েকে বা মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানুষিক অসুস্থতা। দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত সুস্থ রাজনীতি, সুস্থ মন মানুষিকতা এবং সুশিক্ষার ওপর।
অভিনেত্রীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, অর্চিতা স্পর্শিয়াকে সর্বশেষ দেখা গেছে গত বছরের ঈদে প্রচারিত ‘নূর’ ও ‘শেষটা তুমি’ নাটকে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি সিনেমা—‘জলকিরণ’ এবং ‘রক্ত ময়ূর’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



