মেয়ের প্রেমের জল্পনা শুনেই একের পর এক প্রশ্নবাণ শ্বেতার, উত্তর দিলেন পলক

মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে কী প্রতিক্রিয়া শ্বেতার?

বিনোদন ডেস্ক : সালমান খানের সঙ্গে বলিউড ডেবিউ করছেন টেলিভিশন স্টার শ্বেতা তিওয়ারির কন্যা পালক তিওয়ারি।

ছবির নাম ‘কিসি কি ভাই কিসি কি জান’। ছবি মুক্তি পাবে চলতি মাসেই। পালক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী সংখ্যা অনেক। তবে তিনি আরও জনপ্রিয় হয়েছেন তখন ইব্রাহিম আলি খান ও আরিয়ান খানের সঙ্গে তাঁর নাম জুড়েছে।

মেয়ের প্রেমের জল্পনা শুনেই একের পর এক প্রশ্নবাণ শ্বেতার, উত্তর দিলেন পলক

সম্প্রতি মুম্বাই সংবাদ সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে পালক জানান, ‘প্রেমের গুঞ্জনে অন্য সব মায়েদের মতো আমার মা’ও বিচলিত হন। তিনি মাঝে মধ্যে অবাক হন ভেবে যে আমি খুব পার্টি করছি। মা ভাবেন উনি হয়তো আমাকে একটু বেশিই ছাড় দিয়েছেন’। মেয়ের প্রেমের গুঞ্জনে বিব্রত হন শ্বেতা। মেয়েকে খবরের লিংক পাঠিয়ে তিনি জানতে চান আসল ঘটনা কী। উত্তরে মেয়ে বলেন, সত্যিই কিছু নেই। পালক জানান, ‘আমার জীবনে দুটি মানুষ, মা আর ভাই’।

তবে মেয়েকে বার বার একই প্রশ্ন করেন না শ্বেতা। মা মেয়ের সম্পর্কে বিশ্বাস গাঢ়। মেয়ের ওপর অনেক ভরসা শ্বেতার।