আন্তর্জাতিক ডেস্ক : ব্যান্ড পার্টির দল বাজনা বাজাতে বাজাতে আগে আগে চলেছে। রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করছে একদল তরুণ। ফাটছে বাজি। কোমর দুলিয়ে নাচছে কমবয়সিরা। রাস্তার দু’পাশে ভিড় করেছে পথচলতি মানুষ। অবিকল বিয়ের শোভাযাত্রা।
ভুল ভাঙে শোভাযাত্রায় ফুলমালা দিয়ে সাজানো কোনও গাড়ি না থাকায়। দেখা যায়, এক তরুণী বড় একটি লাগেজ টানতে টানতে হাসি মুখে এগিয়ে চলেছে। পরিচিতদের দেখে হাত নাড়ছে। কাউকে কাছে গিয়ে আলিঙ্গন করছে। কেউ কাছে এসে মাথায় হাত ছুঁয়ে আশীর্বাদ করছেন। তরুণী তাঁদের প্রণাম করছেন।
খানিক বাদে শোভাযাত্রার ভিডিও ফেসবুকে শেয়ার করেন জনৈক প্রেম গুপ্তা। ক্যাপসনে লেখেন, ‘আমরা ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়ে থাকি। যদি তাঁর জীবনসঙ্গী এবং শ্বশুরবাড়ি পছন্দ না হয়, মানিয়ে নিতে সমস্যা হয় তাহলে বাবা হিসাবে কর্তব্য তাঁকে সম্মানের সঙ্গে নিজের কাছে ফিরিয়ে আনা।’ কাকতালীয় হলেও এমন অভিনব ঘটনাটি ঘটল দেবী দুর্গা যখন বাপের বাড়িতে।
দু’দিন আগেই একটি মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করে, দু’জন নারী-পুরুষ যদি একত্রে বাস করতে না পারেন, তাহলে তাঁদের দাম্পত্য জীবনযাপনে বাধ্য করা একধরনের নিষ্ঠুরতা। ডিভোর্স একটি অধিকার। সকলেরই সম্মানের সঙ্গে জীবনযাপনের অধিকার আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।