স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উদযাপনে মেলবোর্নে স্বাধীনতা দিবস প্রীতি ক্রিকেট উৎসব আয়োজন করবে অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশন (এবিএএসই)। আর এই ম্যাচে খেলবেন সাকিব আল হাসান ও মোহম্মদ আশরাফুল।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মার্চ শহরের থর্নবোরির মায়ার পার্কে এই আয়োজনের উপস্থিত থাকবেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ও সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। ঢাকা থেকে তাদের সঙ্গে আসছেন বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি।
ইতোমধ্যে তাদের সম্মতি নিয়েছেন আয়োজকরা। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের ক’জন সাবেক ক্রিকেটারও যোগ দিবেন দিনব্যাপী অনুষ্ঠানে। সাকিব আর আশরাফুলের খেলাটি ইয়েস টিভিতে সম্প্রচার করা হবে। একইসঙ্গে এবিএএসই-এর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এই ইউটিউব চ্যানেলে খুব সহজেই খেলাটি অললাইনে দেখতে পারবেন।
দিনব্যাপী এই ক্রিকেট উৎসব দর্শকদের জন্য উন্মুক্ত। অস্ট্রেলিয়ায় বসবাসরত তরুন প্রজন্মের সামনে বাংলাদেশের ক্রিকেটের পটভূিম ও বিবর্তন তুলে ধরতে এই আয়োজনটি করা হচ্ছে বলে জানিয়েছেন অনুষ্ঠানটির অন্যতম আয়োজক মনাস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো, পেট্রোলিয়ামও খনিজ বিশেষজ্ঞ এবং বিশিস্ট ক্রীড়া লেখক সালেক সূফী।
তিনি বলেবন, ‘এখনকার প্রজন্মের সামনে বাংলাদেশের ক্রিকেটের পটভূমি,ইতিহাস তুলে ধরা দরকার। অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশের তরুণ প্রজন্মকে স্বাধীনতার পটভূমি, সংগ্রাম আর বাংলাদেশের ক্রিকেটের পটভূমি ও বিকাশের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মূলত: এই আয়োজনটি করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।