আন্তর্জাতিক ডেস্ক : দুই দিনের সফরে এখন ভারতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পরনে সাদা শার্ট, হলুদ টাই আর কালো কোট। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ঝকঝকে সাদা পোশাকের সঙ্গে কোমরে বেঁধেছেন সবুজ উত্তরীয়। পাশ্চাত্যের পোশাকে ভারতীয় ফ্যাশনের ছোঁয়ার সেই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল।
সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘মার্কিন ফার্স্ট লেডি কি ভারত সফরে আসার জন্য ক্যারাটে স্যুটটিই পছন্দ করেছেন? স্যাডেল শোল্ডারের এই সাদা জাম্পস্যুটের সঙ্গে মেলানিয়া ট্রাম্প যে স্যাশটি পরেছেন তা সবুজ সিল্ক আর সোনার ধাতব সুতা দিয়ে তৈরি।’
ভারতের দেশজ শিল্প বেনারসি বেল্ট পরায় মেলানিয়া বাদ দিলেন জাম্পস্যুটের সঙ্গে তার বরাবরের পছন্দ স্টিলেটো। পরলেন ফ্ল্যাট স্যান্ডেল। মেলানিয়ার ওই সবুজ স্যাশের মধ্যেই মার্কিন আর ভারতীয় ফ্যাশনের মেলবন্ধন ঘটলো। ফরাসি ডিজাইনার হার্ভ পিয়েরর ইনস্টাগ্রামে মেলানিয়ার এই স্টাইলের ব্যাখা দিয়েছেন।
তিনি বলেছেন, ‘গ্রিন মেটালিক গোল্ডের এই স্যাশ—যা আমরা বর্ডার হিসেবে ব্যবহার করেছি, তা আসলে ভারতের প্রথম শতাব্দীর সুতা দিয়ে বোনা।’ ট্রাম্পের এই সফরে মেলানিয়ার পোশাক নিয়ে নানা গুজব ছড়িয়েছিল। গুঞ্জন ছিল এই ডাকসাইটে সুন্দরী হয়তো ভারতীয় কোনো ফ্যাশন ডিজাইনারের পোশাক পরে দেশের মাটিতে পা দেবেন।’
তবে সেসব গুজবকে উড়িয়ে দিয়ে নামী ব্র্যান্ডের সাদা জাম্পস্যুটে ভারতে এলেন তিনি। শুধু তাই নয় একসময়ের নামকরা এই মডেল কেবল পোশাক পরার জন্যই পরবেন এমনটা ধরে নেওয়া নিতান্তই বোকামি। ভারতীয় ফ্যাশন ডিজাইনার অনুপম চট্টোপাধ্যায় মেলানিয়াকে টিভির পর্দায় দেখে উচ্ছ্বসিত।
তিনি বলেন, ‘বেনারসি টেক্সটাইলকে মার্কিন ফার্স্ট লেডি শুধু একটা বেল্টের মাধ্যমে যেভাবে ব্যবহার করলেন তা দেখে আজ বিস্মিত ফ্যাশন দুনিয়া। তিনি পরিবারের সঙ্গে (স্বামী ও মেয়ে-জামাতা) ভারত সফরে এসেছেন। তাই হয়তো বেছে নিয়েছেন সাদা রং—যা শান্তি, মৈত্রী আর ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে বিবেচিত।’
অন্যদিকে ফ্যাশন ডিজাইনার অদিতি চক্রবর্তী বলছেন, ‘মেলানিয়ার সাদা পোশাকে দুই দেশের পারস্পরিক সমঝোতার ইঙ্গিত দেখতে পাচ্ছি। এই সাদা রং সমৃদ্ধি আর সৌন্দর্যের প্রতীক—যা মেলানিয়া ট্রাম্প সুদূর যুক্তরাষ্ট্র থেকে বয়ে নিয়ে এসেছেন। আর সবুজ বেনারসি বেল্ট পরে তিনি এই দেশের শিল্পের প্রতিই সন্মান জানালেন।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি,
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।