জুমবাংলা ডেস্ক : মেশিনে কয়েন ফেললেই বের হয়ে আসছে মাস্ক। এছাড়া বিভিন্ন পর্যটন এলাকায় সব নাগরিকের করোনা পরীক্ষাসহ নানা পদক্ষেপ নিয়েছে পর্তুগাল। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।
স্বাস্থ্যবিধি মানার শর্তে এরই মধ্যে খুলে গেছে পার্ক, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বাধ্যতামূলক মাস্ক সহজলভ্য করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পর্তুগালের কামারা মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ।
বিভিন্ন স্থানে স্থাপন করা মেশিনে ১ ইউরো ফেললেই বেরিয়ে আসছে ৪টি মাস্কের একটি বাক্স। এমন উদ্যোগ জনসাধারণকে মাস্ক পরতে উৎসাহিত করবে বলে মত সেখানে বসবাসরতদের।
পর্তুগালে বসবাসরত এক বাংলাদেশি বলেন, ‘মাস্ক দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের দেশেও এই ব্যবস্থা নেওয়া যেতে পারে।’
আরেক বাংলাদেশি বলেন, ‘ আমাকেসহ অন্যান্যদের মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ নিজ খরচে করোনা টেস্ট করিয়েছে।’
এছাড়া পর্যটকদের আগ্রহী করতে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হবার আগেই কাসকাইস অঞ্চলের দুই লাখ নাগরিকের করোনাভাইরাস অ্যান্টিবডি টেস্ট সম্পন্ন করার উদ্যোগও নিয়েছে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



