স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক কাগজে-কলমে শেষ হয়েছে ২০২১ সালে। কিন্তু চাইলেই কি আর সম্পর্ক শেষ হয়! বার্সেলোনার সমর্থকেরা কদিন আগেও আশায় ছিলেন মেসিকে ফিরে পাবেন তারা। একদিক থেকে মেসি-বার্সেলোনা সম্পর্ক এখনো ভালোভাবেই টিকে আছে। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বলেছেন ২০২৫ সাল পর্যন্ত মেসিকে বেতন দিতে হবে তাদের!
এই বেতন দিতে না পারায় বার্সেলোনা ছাড়তে হয়েছিল মেসিকে। ২০২১ সাল পর্যন্ত চুক্তিতে যে বেতন পেতেন, তার অর্ধেক বেতনে চুক্তি নবায়ন করতে চেয়েও পারেননি। বার্সেলোনার আর্থিক দুর্দশা সে বেতনেও মেসির চুক্তি নবায়ন করতে দেয়নি। দুই বছর পিএসজিতে কাটিয়েছেন মেসি।
প্যারিসে গিয়ে অবশ্য লাভ হয়েছে মেসির। আর্জেন্টিনার জার্সিতে কিছু না জেতার আক্ষেপ এ সময়ে দূর হয়েছে। জিতেছেন কোপা আমেরিকা, ফিনালেসিমা ও স্বপ্নের বিশ্বকাপ। তবে প্যারিসের সমর্থকদের ভালোবাসা পাননি।
ভালোবাসার কাঙাল হয়ে মেসি আবার বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন। এবার বেতন আরও কমাতে চেয়েছিলেন। ২০২১ সালের বেতনের যা ২৫% বলে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু বার্সেলোনার আর্থিক দুর্দশা এবারও তা হতে দেয়নি। ইউরোপ ফেলে উত্তর আমেরিকায় যাচ্ছেন মেসি। এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে খেলবেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার।
ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছেন, বর্তমানে মেসির সঙ্গে চুক্তি করবেন কী, মেসির বকেয়া বেতনই যে এখনো পরিশোধ করা হয়নি। ২০২১ সালে ক্লাব ছেড়ে গেলেও, সব বকেয়া বুঝে পেতে মেসিকে নাকি আরও ২ বছর অপেক্ষা করতে হবে!
স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভেনগার্দিয়াকে লাপোর্তা বলেছেন, ‘আগের বোর্ডের সঙ্গে চুক্তি অনুযায়ী যে বেতন পরে নিতে রাজি হয়েছিল, সেটা ২০২৫ নাগাদ পরিশোধ হবে।’ আর এ মৌসুমে মেসিকে ফেরানোর ব্যর্থ চেষ্টার ব্যাপারে তার ব্যাখ্যা, ‘আমরা লা লিগার সঙ্গে একমত হয়েছিলাম, আমাদের সম্পদের একটা অংশ মেসির পেছনে ব্যয় করব। এটা আমাদের সম্ভাব্য পরিকল্পনার অংশ ছিল। আমরা হোর্হে মেসির কাছে (মেসির বাবা ও এজেন্ট) সেটা জানিয়েওছিলাম। তিনি বলেছেন মেসি প্যারিসে খুব কঠিন একটা বছর আটিয়েছে এবং এখন চাপ নিতে চাইছে না।’
লাপোর্তার দাবি, মেসি চাপ নিতে ইচ্ছুক ছিলেন না বলেই বার্সেলোনায় যাননি। এতে তাদের আর্থিক পরিস্থিতির কোনো ভূমিকা নেই, ‘আমাদের এখানে তাকে চাপে থাকতে হতো এবং ওর সিদ্ধান্তের (ইন্টার মায়ামিতে যাওয়ার) পেছনের যুক্তিটা আমি বুঝি।’
এখন মেসিকে ফেরাতে না পারলেও ক্যাম্প ন্যুর পুণর্নির্মাণ শেষ হলেই ঘটা করে তাকে সংবর্ধনা দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন লাপোর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।