মেসিদের বাংলাদেশ সফর দিয়ে দুঃসংবাদ

আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আগামী ১২-২০ জুন ফিফা উইন্ডোতে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। মাঠ প্রস্তুত না থাকায় শেষ পর্যন্ত মেসিদের বাংলাদেশে আনা সম্ভব হবে কিনা সেটি নিয়েও ছিল সংশয়। অবশেষে, সেই আশঙ্কাই সত্যি হলো। জুনে বাংলাদেশে আসছে না মেসির আর্জেন্টিনা।

গেল সপ্তাহে বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনকে (আফা) জানানো হয়েছে, জুনে বাংলাদেশে আর্জেন্টিনা ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানার পর আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন এখন অবধি কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আর্জেন্টিনা
মূলত, মাঠ সমস্যার কারণেই জুনে আর্জেন্টিনাকে বাংলাদেশে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে যখন আমাদের সমঝোতা হয় এবং বিষয়টা চুক্তি সইয়ের পর্যায়ে যায় তখন আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম, বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত করে দিতে।

কিন্তু মন্ত্রণালয় আমাদের জানায়, আগামী বছরের আগে মাঠ প্রস্তুত হবে না। যদি মাঠ প্রস্তুত না হয় তাহলে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এনে খেলার আয়োজন করব কোথায়? ফলে আমরা আর্জেন্টিনাকে আনতে পারছি না। বিষয়টা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকেও জানিয়ে দিয়েছি।’

মাঠে নামার আগে দারুণ সুখবর পেলেন সাকিব