মেসিদের হারিয়ে দেওয়া সৌদি আরবের ফুটবলারদের রোলস রয়েস গাড়ি পাওয়ার খবর গুজব

সৌদি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে আনন্দে আত্মহারা সৌদি আরব। কাতারের লুসাইল স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের সামনে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিকে ২-১ গোলে হারিয়ে ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ‘দ্য গ্রিন ফ্যালকন’রা।

সৌদি ফুটবলারদের এই অনবদ্য কীর্তির পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি করে ৫০০,০০০ ইউরো মূল্যের রোলস রয়েস গাড়ি উপহার দেওয়া হবে বলে খবর প্রকাশ পায়। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, দেশে ফিরলেই ফুটবলারদের গাড়ি উপহার দেবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যদিও খবরটি গুজব, এমন কোনো ঘোষণা আসেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের স্ট্রাইকার সালেহ আল-শেহরি। পোল্যান্ড ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গাড়ি উপহার পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, খবরটি সত্য নয়। সাংবাদিক প্রশ্ন করেন, আপনাদের গাড়ি পাওয়ার খবরটি কি সত্য? কোন রং পছন্দ করেছেন আপনি? আল শেহরি বলেন, ‘এটা সত্য নয়।’ সাংবাদিক বলেন, এটা দুঃখের বিষয়, তাই না। জবাবে শেহরি বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমরা আমাদের সেরা চেষ্টা করি, এটাই আমাদের সেরা অর্জন ‘

সৌদি
ছবি: হিন্দুস্তান টাইমস

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনাকে হারানোর পর সৌদি আরবজুড়ে খুশির বন্যা বয়ে গেছে। নিজের প্রাসাদ থেকে এই খেলা দারুণ উপভোগ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আর্জেন্টিনাকে হারানোয় পরদিন (২৩ নভেম্বর) সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল সৌদি আরবে।

গত মঙ্গলবারের (২২ নভেম্বর) ম্যাচে ৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। তবে দ্বিতীয়ার্ধের ৪৭ ও ৫২ মিনিটে গোল করে এগিয়ে যায় সৌদি। এরপর অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা।

১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচ জিতেছে সৌদি আরব। এ নিয়ে পঞ্চমবার বিশ্বকাপে অংশগ্রহণ করা সৌদি এর আগে দুটি ম্যাচ জিতেছিল ফুটবলের সর্বশ্রেষ্ঠ আসরে। সেই দুটি ম্যাচই ছিল ১৯৯৪ সালে।


তবে ভক্তদের মতো এখনই আনন্দে আত্মহারা হয়ে থাকছেন না সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ড। শুক্রবার ৫৪ বছর বয়সী এই ফরাসি কোচ বলেন, “আমাদের যে তিনটি ম্যাচ খেলতে হবে তার মধ্যে একটা ছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে প্রথম বা দ্বিতীয় হয়ে শেষ করাই একমাত্র ভালো ব্যাপার। তাই যা কিছুই হোক না কেন, আমাদেরকে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতেই হবে। আগের ম্যাচে যা পরিশ্রম করেছি, এবার তার চেয়ে বেশি করবো। সবাই জানে যে পরের ম্যাচটা প্রথম ম্যাচের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।”

বিশ্বকাপে প্রথম ম্যাচ হারলে আর্জেন্টিনার পরিণতি হয় করুণ! জানুন সেই সব ইতিহাস