স্পোর্টস ডেস্ক: নানা নাটকীয়তায় ভরপুর ছিল আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে শেষদিকে ২ গোল করে খেলা এক্সট্রা টাইমে নিয়ে যান লুইস ভ্যান গালের ফুটবলাররা।
সেখানেও ফলাফল ২-২ সমতা ছিল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস সেই ম্যাচের মধ্যে এবং পরে একাধিকবার ঝামেলায় জড়ান ডাচ ও আলবিসেলেস্তে ফুটবলাররা।
খেলা শেষে লিওনেল মেসি ও উইঘোর্স্ট বাগবিতণ্ডায় জড়ান। ইতোমধ্যে তা আলোচনায় উঠে এসেছে। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা, গোল ডটকমের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
নেদারল্যান্ডসের হয়ে সমতাসূচক ২ গোলই করেন উইঘোর্স্ট। তিনি বলেন, ম্যাচ শেষে আমি মেসির সঙ্গে করমর্দন করতে হাত বাড়িয়ে দিয়েছিলাম। তার প্রতি আমার অগাধ সম্মান আছে। কিন্তু উনি হাত মেলাননি।
উইঘোর্স্ট বলেন, এমনকি মেসি আমার সঙ্গে কথায় বলেননি। তার আচরণ মোটেও সম্মানজনক ছিল না। উনি আমাদের অপমান করেছেন। এতে সত্যিই হতাশ হয়েছি আমি।
এ ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল চরমে। খেলা শেষে নেদারল্যান্ডস কোচ ভ্যান গালের সঙ্গেও বিতর্কে জড়ান মেসি। শুধু তাই নয়, দুই দলের খেলোয়াড় ও কোচরাও তর্কে লিপ্ত হন। ম্যাচে একাধিক কার্ড দেখিয়ে তাতে বাড়তি মাত্রা যোগ করেছিলেন রেফারি। এরই মধ্যে যা নিয়ে তদন্তে নেমেছে ফিফা।
রোনালদোর স্টাইলে গোল করে পুর্তগালের বিদায় ঘন্টা বাজালো নেসিরি, অবাক সিআরসেভেন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।