স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ার ও জাতীয় দলের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতলেও বিশ্বকাপের সোনালি ট্রফিটা অধরা ছিল আর্জেন্টাইন এই তারকার। তাই পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা মেসির হাতে ক্যারিয়ারের শেষ সময়ে একটি বিশ্বকাপ উঠুক, এটি যেন সারাবিশ্বের ফুটবলপ্রেমীরাই চেয়েছিল। দীর্ঘ ক্যারিয়ারে ফুটবল বিশ্বকে মেসি শুধু দুহাত ভরে দিয়েই গেছেন, বিনিময়ে যেন কিছুই পাননি তিনি। এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সেই ঋণই যেন পরিশোধ করল গোটা বিশ্বের ফুটবল সমর্থকরা।
রবিবার (১৮ ডিসেম্বর) রাতে দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচে শুরু থেকেই আধিপত্ত বিস্তার করে খেলছিল আর্জেন্টিনা। যার ফলে পেনাল্টি থেকে মেসির গোলের পর ডি মারিয়ার গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল লে আলবিসেলেস্তেরা। কিন্তু ম্যাচের নির্ধারিত সময় শেষের পথে এগিয়ে যাওয়ার সময়ই জোড়া গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপ্পে।
এরপর অতিরিক্ত সময়ে আবারও গোল করে আর্জেন্টিনাকে শিরোপার পথ দেখান এলএম১০। কিন্তু আবারও শেষদিকে নিজের হ্যাটট্রিক পূরণ করে খেলা ৩-৩ গোলে সমতায় ফিরিয়ে ফ্রান্সের রক্ষাকর্তা হন এমবাপ্পে। কিন্তু শেষ ধাপে এসে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে স্বপ্নের ট্রফি জয় করে নেয় লিওনেল মেসির দল। ফলে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় লিওনেল স্কালোনির দল।
ডিয়াগো ম্যারাডোনার পর লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে যেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের জয় হয়েছে। তাই তো সারা বিশ্বের মত চিরপ্রতিদ্বন্দ্বী লাতিন আমেরিকার প্রতিবেশি দেশ ব্রাজিলের মানুষও মেসির বিশ্বকাপ জয়ে উল্লাস করেছেন। বিশ্বকাপের সেমিফাইনালেই দেখা গিয়েছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার গোলের সময় মেসি-আলভারেজদের হাততালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন রোনালদো, রোনালদিনহো, রিভালদো, কাকা, কাফুদের মত কিংবদন্তি ফুটবলাররা।
লিওনেল মেসির স্বপ্ন পূরণের পর সম্ভবত সবার আগে তাকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। টুইটারে বন্ধু মেসির জয়ে হাততালি দেওয়ার ইমোজিও শেয়ার করেছেন পিএসজিতে সতীর্থ হয়ে খেলা নেইমার। এবার আরেক ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও’ও মেসিদের অভিনন্দন জানিয়েছেন। বিশ্বকাপে ১৫ গোল করা রোনালদো ব্রাজিলকে সবশেষ ২০০২ বিশ্বকাপে শিরোপা জিতেয়েছিলেন।
শুধু অভিনন্দন জানিয়ে ক্ষ্যান্ত হননি তিনি, একপ্রস্থ প্রশংসাবাণীও লিখে রোনালদো টুইটারে লিখে ফেলেছেন মেসিদের বন্দনায়। রোনালদো তার শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘এই ছেলেগুলোর ফুটবল যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দেয়ার জন্য যথেষ্ট। আমি দেখেছি দুর্দান্ত এই ফাইনালে হাজার হাজার ব্রাজিলিয়ান এবং সারা বিশ্বের অগণিত মানুষ মেসির জন্য গলা ফাটিয়েছে।’
মেসির শেষ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে এনে ৪৬ বছর বয়সী রোনালদো আরও বলেন, ‘এই অসাধারণ প্রতিভাবান ফুটবলারকে একটি বিদায় সংবর্ধনা জানানোর জন্য এই বিজয় যথেষ্ট। বিশেষ করে এমন একজন ব্যক্তিত্বে পরিণত করেছে, যিনি হলেন বিশ্বকাপজয়ী তারকা। যুগের সেরা। অভিনন্দন মেসি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।