স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার নাটক জমে উঠেছে। দুই পক্ষ দফায় দফায় বৈঠক করেও সিদ্ধান্তে আসতে পারছে না। মেসি নিজের সিদ্ধান্তে অনড়। আর বার্সা তাকে ছাড়তে নারাজ। এমতাবস্থায় টানটান উত্তেজনায় অপেক্ষা করে আছেন ফুটবলভক্তরা। মেসির ভাই ম্যাক্সিমিলিয়ানো বিয়ানকুচ্চিও বুঝতে পারছেন না যে, কি হতে যাচ্ছে। যদিও মেসি বার্সা ত্যাগের সিদ্ধান্ত জানানোর পর তাকে সমর্থন দিয়েছিলেন ম্যাক্সিমিলিয়ানো।
মেসির এই কাজিন গণমাধ্যমকে বলেছেন, ‘মেসির বার্সা ছাড়ার সম্ভাবনা নিয়ে ম্যাক্সিমিলিয়ানো বলেছেন, ‘আমি মনে করি মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা এখনো ঠিক বোঝা যাচ্ছে না। সে যে ক্লাবটি ছাড়বে তা শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না। সে সবার সেরা। যে কোনো লিগ তাকে পাওয়ার স্বপ্ন দেখবে। ম্যানচেস্টার সিটি, পিএসজি কিংবা ইতালির অন্যতম বড় (জুভেন্টাস) ক্লাবের আগ্রহে তাই অবাক হইনি।’
৩৫ বছর বয়সী ম্যাক্সিমিলিয়ানো নিজেও একজন ফুটবলার। ৮ দিন আগে মেসি বুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর তিনি বলেছিলেন, ‘ভেবেছিলাম সে কখনো বার্সা ছাড়বে না। কিন্তু লিও কে এমন জায়গা বের করতে হবে যেখানে সে সুখী হবে। চলে যেতে চাওয়ার অর্থ হলো সে সুখী নয়।’ বর্তমানে মেসিকে নিয়ে বার্সার টানাহেঁচড়া চলছেই। মেসির পরবর্তী পদ্ক্ষেপ হতে পারে সরাসরি মিডিয়ার সামনে কথা বলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।