স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে। এদেশের ফুটবল সমর্থকদের সিংহভাগই আর্জেন্টিনা এবং ব্রাজিলে বিভক্ত। লিওনেল মেসিদের প্রতি বাংলাদেশি ভক্ত-সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের প্রতিদান দিয়েছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লীগ। মেক্সিকোকে হারিয়ে শেষ ষোলোর সম্ভাবনা জিইয়ে রেখেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির গোলের পর বাংলাদেশের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দে ফেটে পড়েন।
এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা চোখে পড়েছে ফিফাসহ গোটা বিশ্বের। আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ উপভোগ করতে ঢাকা বিশ্ববিদল্যায়ের একটি মাঠে হাজার হাজার মানুষের সমাগমও নজর কেড়েছে ফুটবল বিশ্বের। চোখ এড়ায়নি আর্জেন্টিনার ঘরোয়া লীগের আয়োজক ‘লিগা প্রফেশনাল ডি ফুটবল ডি লা আফা’রও। তারা নিজেদের ভেরিফায়েড ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকে একটি এডিট করা ছবি আপলোড দিয়েছে।
যেখানে দেখা যাচ্ছে, মেসি বাংলাদেশের পতাকা হাতে দৌড়াচ্ছেন। ছবিটা বাংলাদেশের সমর্থক ও বাফুফেকে উৎসর্গ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।