মেসির ‘হ্যাটট্রিক’! ক’দিন আগেই রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। এবার তার মুকুটে আরো একটি পালক যুক্ত হলো। লা লিগার ২০১৮-২০১৯ মৌসুমের ‘আলফ্রেদো দি স্তেফানো ট্রফি’ ও ‘পিচিচি ট্রফি’ ঘরে তুলেছেন লিওনেল মেসি।
এই নিয়ে সপ্তমবারের মতো ‘দি স্তেফানো ট্রফি’ আর ষষ্ঠ ‘পিচিচি ট্রফি’ জিতলেন বার্সেলোনা ফরোয়ার্ড। আর এই নিয়ে তিনি দুটি পুরস্কারই জিতলেন টানা তৃতীয়বার।
প্রতি বছর লা লিগার সেরা খেলোয়াড়কে ‘আলফ্রেদো দি স্তেফানো ট্রফি’ প্রদান করা হয়। এই পুরস্কার এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার জিতেছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ চারবার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে প্রদান করা হয় ‘পিচিচি ট্রফি’। এক্ষেত্রেও সবচেয়ে বেশি পুরস্কার বিজয়ীর নাম মেসি। তবে শীর্ষে তার সঙ্গী সাবেক অ্যাতলেতিকো বিলবাও তারকা তেলমো জারা।
সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওবলাক। ৩৭টি ম্যাচে মাঠে নেমে গত মৌসুমে তিনি রেখেছিলেন ২০টি ক্লিনশট!
এবং লা লিগার মৌসুম সেরা কোচ নির্বাচিত হয়েছেন গেতাফের হোসে বোর্দালাস এবং গ্রানাদার দিয়েগো মার্তিনেস। স্প্যানিশ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হিসেবে জারা ট্রফি জিতেছেন ইয়াগো আসপাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


