স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে পিএসজি। এফসি নান্টেসের ঘরের মাঠে আতিথ্য নেবেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারানোর সুখকর স্মৃতি নিয়ে এ ম্যাচে মাঠে নামবে পিএসজি। লিগে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়ের দেখা পেয়েছে মাউরিসিয়ো পচেত্তিনোর দল।
২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি, সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে নান্টেস। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
লা লিগায় রাত ২টায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। লা লিগায় সর্বশেষ পাঁচ ম্যাচে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। দুই জয়, দুই ড্র এবং একটি হারের স্বাদ পেয়েছে কার্লো আনচেলত্তির দল। লিগ টেবিলের শীর্ষ স্থান অটুট রাখতে আলাভেসের বিপক্ষে জয়ের বিকল্প নেই মাদ্রিদের। কেননা তাদের পেছনেই ছুটছে সেভিয়া। সমান ২৪ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪ এবং সেভিয়ার ৫০। ২০ পয়েন্ট নিয়ে রেলিগেশনের শঙ্কায় আলাভেস।
রাত ১টা ৪৫ মিনিটে মাঠে নামছে ইতালিয়ান লিগের শীর্ষে থাকা দল এসি মিলান, তাদের প্রতিপক্ষ সালেরনিতানা। সিরি’আতে শেষ সাত ম্যাচের পাঁচটিতেই জিতেছে মিলান। শীর্ষস্থান ধরে রাখতে এই ম্যাচে জয় প্রয়োজন মিলানের। তাদের থেকে এক ম্যাচ কম খেলে মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান। ২৫ ম্যাচে মিলানের পয়েন্ট ৫৫, ২৪ ম্যাচে ইন্টারের ৫৪। ২৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রেলিগশনের আরো কাছে সালেরনিতানা।
ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে টটেনহ্যামের মুখোমুখি হেব পেপ গার্দিওলার দল। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট সিটির। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে টটেনহ্যাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।