এবার নিজেই একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই সেকথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘মেসি কাপ’। অনূর্ধ্ব-১৬ দল অংশ নেবে। আটটি দল খেলবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন মাঠে।
মেসির সংস্থা ৫২৫ রোজারিও এই প্রতিযোগিতার আয়োজন করবে। ৯-১৪ ডিসেম্বর চলবে টুর্নামেন্ট। মোট ১৮টি ম্যাচ হবে। ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভার প্লেট, ইন্টার মিলান, নিউ ওয়েলস ওল্ড বয়েজ, আতলেতিকো মাদ্রিদ এবং চেলসির অনূর্ধ্ব-১৬ দল অংশ নেবে।
টানা ১০ বছরের গ্যারান্টি দিচ্ছে এই স্মার্টফোন, দেরি না করে আজই কিনুন
মেসি লিখেছেন, ‘একটা খবর আপনাদের দিতে পেরে আমি উত্তেজিত। এই ডিসেম্বরে মায়ামিতে একটা বিশেষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে, যেখানে গোটা বিশ্বের সেরা ক্লাবগুলো অংশ নেবে। ফুটবলের ভবিষ্যৎ কাদের হাতে রয়েছে, সেটা বোঝার একটা সুবর্ণ সুযোগ এই টুর্নামেন্ট। পরবর্তী প্রজন্মকে দেখার সুযোগ রয়েছে। এটাই হলো মেসি কাপ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।