প্রি-সিজন টুর্নামেন্ট খেলতে বর্তমানে লিওনেল মেসির দল পিএসজি এখন জাপানে অবস্থান করছে। জাপানের পেশাদার ফুটবল দল Urawa Reds এর ডিফেন্ডাররা মেসির কাছে যেভাবে পরাস্ত হয়েছেন তা খুবই অবিশ্বাস্য ছিল সবার জন্যই।
ম্যাচটি পিএসজি ৩-০ গোলে জিতেছে। পুরো ৯০ মিনিট জুড়ে লিওনেল মেসির স্কিল মুভের কাছে বিপক্ষ দলের ডিফেন্ডাররা বারবার পরাস্ত হয়েছেন। পাবলো সারাবিয়া এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা গোল পেয়েছেন।
মেসি এ ম্যাচে কোন গোল না পেলেও পুরো সময় জুড়ে দুর্দান্ত খেলেছেন। ম্যাচের একটি মুহূর্তে সার্জিও রামোসের কাছ থেকে ডানদিকে বল পাওয়ার পর বিপক্ষ দলের ডিফেন্ডাররা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। মেসি তার জাদু দেখিয়েছেন এবং তার মারাত্নক স্কিল মুভের মাধ্যমে ডিফেন্ডারদের পরাস্ত করে বল নিজের কাছে রাখতে সক্ষম হয়েছেন।
এ ম্যাচে যারা কমেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা নিজেদের হাসি ধরে রাখতে পারেননি। দলের দ্বিতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। তিনি যে অ্যাঙ্গেল থেকে গোলটি করেন তা অবিশ্বাস্য ছিল এবং প্যারিসের দর্শকরা যথেষ্ট আনন্দ পেয়েছে।
প্যারিসের প্রত্যেকটি গোল এর পরই পুরো স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ে। পিএসজি তাদের নতুন কোচ ক্রিস্টোফ গালতিয়ার এর অধীনে শতভাগ ম্যাচ জিততে সক্ষম হয়েছেন। তিনি সাবেক ম্যানেজার পচেত্তিনোর স্থলাভিষিক্ত হয়েছেন।
নতুন ম্যানেজার বেশ কিছু কঠোর নিয়ম চালু করেছেন। স্কোয়াডের খেলোয়ারদের মধ্যে সামাজিকীকরণকে উন্নত করার জন্য তিনি ক্যান্টিন এ মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছেন। খেলোয়ারদের অবশ্যই প্রশিক্ষণের সময় বেধে দেওয়া সময়ের মধ্যেই উপস্থিত হতে হবে। দেরি করলে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।