আগামী ফিফা উইন্ডোতে ভারত সফরে আসবেন লিওনেল মেসি। সেই জন্য অপেক্ষার প্রহর গুণছেন ফুটবল ভক্তরা। তবে এর আগেই ভারতে আসতে যাচ্ছেন আরেক ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো।
সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তে এফসি গোয়ার গ্রুপে আছে ইরাকের আল জাওরা, সৌদি আরবের আল নাসর এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল।
এএফসি কাপে গোয়ার বিপক্ষে খেললে ভারতে আসবেন এই পর্তুগিজ সুপারস্টারকে। তবে চুক্তি অনুযায়ী, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে সিআর সেভেনকে বাধ্য করতে পারবেন না আল নাসর কর্তৃপক্ষ।
কেবল রোনালদো খেলতে চাইলে ভারতে দেখা যেতে পারে তাকে। সেই সম্ভাবনার পথ খোলা রাখতে ভারতের মাটিতে এফসি গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য রোনালদোর নামও নিবন্ধন করিয়েছে আল নাসের কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য ১২জন বিদেশি ফুটবলারের নাম নিবন্ধন করিয়েছে আল নাসর। তাদের মধ্যে রয়েছেন সাদিও মানে, কিংসলে কোম্যান, জোয়াও ফেলিক্সের নামও। অর্থাৎ ভারতের মাটিতে পূর্ণশক্তির দল নিয়ে খেলতে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাবটি।
সূচি অনুযায়ী, ঘরের মাঠে ১৭ সেপ্টেম্বর খেলবে আল জাওরার বিপক্ষে এফসি গোয়া। ১ অক্টোবর খেলতে হবে এফসি ইস্তিকললের বিরুদ্ধে। ২২ অক্টোবর প্রতিপক্ষ আল নাসর। এই ম্যাচেই ভারতের মাটিতে প্রথমবার খেলতে পারেন সিআর সেভেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।