বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে প্রথম নাটকের শুটিং শুরুর পর থেকেই আলোচনায় উঠে আসেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। এর আগে তিনি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। অভিনয়ে তার প্রথম অভিষেক ঘটে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পাওয়া নাটক ‘সন্ধিক্ষণ’-এর মাধ্যমে, যা ২৬ ডিসেম্বর দর্শকদের কাছে আসে।
সিনেমা জগতে তার আগমন কিভাবে হল, এমন প্রশ্নের উত্তরে মালাইকা বলেন, “আমার প্রেরণা আমার আপু, মেহজাবীন। শৈশব থেকেই আমি তাকে পর্দায় দেখেছি। তখন থেকেই মনে হতো, আমিও একদিন অভিনয় করব, কিন্তু সাহস পেতাম না। বহুবার প্রস্তাব পেয়েছি, তবে তখন আমি অভিনয় করিনি। তবে আপু আমাকে সব সময় বলতেন, ‘অল্প অল্প করে এগোতে।’ তার পরামর্শে বিজ্ঞাপনে কাজ শুরু করি। এবং এবার প্রথম অভিনয় করলাম। দর্শক কিভাবে গ্রহণ করে, সেটা এখন দেখার অপেক্ষা।”
এদিকে, মেহজাবীন চৌধুরীর গল্পভাবনা থেকে নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন রাজ। পরিচালক রাজ বলেন, “গল্পটি বেশ ভালো এবং শুরু থেকেই আমি নতুন কাউকে কাস্ট করার কথা ভাবছিলাম। তখন মেহজাবীন মালাইকার কথা বলেন। তার সঙ্গে গল্প নিয়ে আলোচনা করি, এবং সে গল্পটি পছন্দ করে। যেহেতু মালাইকার এটা প্রথম কাজ, তাই আমরা একটু সময় নিয়ে কাজটি করেছি, যাতে দর্শক একটি নতুন মুখ দেখতে পান।”
মালাইকার প্রসঙ্গে বড় বোন মেহজাবীন বলেন, “শৈশব থেকেই মালাইকা অভিনয় করতে চাইত। আমি তাকে সবসময় বলতাম, ‘বড় হয়ে সিদ্ধান্ত নাও।’ এখন সে সিদ্ধান্ত নিতে শিখেছে এবং অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে, তাই আমাদের কোনো আপত্তি নেই। পরিবারের পক্ষ থেকে তার জন্য সব ধরনের স্বাধীনতা রয়েছে। সে যা ভালো মনে করবে, তাই করবে।”
মালাইকার জন্য এটি একটি নতুন যাত্রা, এবং এই যাত্রায় তার পাশে রয়েছে পরিবারের পূর্ণ সমর্থন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।