জুমবাংলা ডেস্ক: মেহেরপুর জেলায় আজ দুই দিনব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ।
এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) রাফিউল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন উজ্জল, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।
৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ১৬স্টলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে সাজানো স্টলগুলো পরিদর্শন করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।