জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জের এমপির অধিক্ষেত্র নারায়ণগঞ্জের জনগণ, এমপির অধিক্ষেত্র নারায়ণগঞ্জের জনগণ। আজকে নারায়ণগঞ্জের মেয়র ও এমপি মুখোমুখি অবস্থানে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় আমি তৈমুর যদি চুপ থাকি তা আমার বিবেকের জন্য দায়, আমার পাপ হবে।
সোমবার নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তৈমুর আলম খন্দকার। মনোনয়ন সংগ্রহ করার পরে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তৈমুর।
তিনি বলেন, আমি আমার দায়িত্ববোধ থেকে এখানে এসেছি। নারায়ণগঞ্জ শহরকে যারা নেতৃত্ব দিত তারা আজকে নেই। একেএম সামসুজ্জোহা, জালালউদ্দিন, আলী আহমেদ চুনকা, একেএম নাসিম ওসমান, নাজিম উদ্দিন, কমান্ডার সিরাজুল ইসলাম তারা আজ নেই। কিন্তু আমি তৈমুর আলম খন্দকার এখনও বেচে আছি। আর তাই আমি মনে করি এই নারায়ণগঞ্জবাসীর জন্য আজ আমাকে প্রয়োজন।
তিনি আরও বলেন, ২০০৩ সালে দল নমিনেশন দিয়েছিল নির্বাচন করার জন্য। সরকার আমাকে পরিবহন বিষয়ক ট্রেনিং দিয়ে এনেছিল বিদেশ থেকে। আধুনিক বাস ও পরিবহন ব্যবস্থা উন্নত করার জন্য আমি তখন নির্বাচন করিনি। আমি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ২০১১ সালে দল আমাকে সিটি নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়। সে সময় দলীয় স্বার্থে আমি মনোনয়ন প্রত্যাহার করি। ২০১৬ সালেও আমাকে নমিনেশন দেয়া হয় কিন্তু আমি নির্বাচন করিনি। এখন কেন আমি নির্বাচন করতে আসলাম।
তৈমুর আলম খন্দকার বলেন, আমার যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে আমি নারায়ণগঞ্জের জনগণের পাশে ছিলাম। রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ঝি-চাকরানি, কুলি, মজুর, হকার, ইটাভাটার শ্রমিকসহ এমন কোনো সেক্টর নেই যেখানে আমার অবস্থান ছিল না। নারায়ণগঞ্জে ১৯টা বস্তি ছিল, সেখানে আমার বয়স্ক শিক্ষা কেন্দ্র ছিল। আমি আমার মায়ের নামেও বিভিন্ন স্কুল করি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।