নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান নিজেই হাতে তুলে নিলেন জীবাণুনাশক মেশিন আর করলেন স্প্রে। নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কালীগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে ‘জীবাণুনাশক মেশিন’ দিয়ে জীবাণুনাশক স্প্রে করেন মেয়র।
রোববার (৩১ মার্চ) দিনব্যাপী কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়কে জীবাণুনাশক এ স্প্রে ছেটানো হয়। পাশাপাশি সচেতনতামূলক প্রচারণাও চালায় কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ পৌরসভার সচিব মো. মিলন মিয়া। তিনি জানান, কোভিড-১৯ ভাইরাসের বিস্তার ঠেকাতে ‘জীবাণুনাশক মেশিন’ দিয়ে দিনব্যাপী কালীগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড, বাজার শহীদ ময়েজ উদ্দিন সড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শহরের আশপাশের এলাকার সড়কে জীবাণুনাশক স্প্রে ছেটানো হয়। এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।
জীবাণুনাশক স্প্রে করার সময় পৌর মেয়র মো. লুৎফুর রহমান পৌরবাসীকে করোনা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আতঙ্ক নয়, সচেতনতা প্রয়োজন। এজন্য প্রয়োজন ব্যাতীত ঘরের বাহিরে বের না হওয়া এবং সরকারের স্বাস্থ্যবার্তা মেনে চলার আহ্বানও জানান তিনি।
পৌর মেয়র আরো জানান, কালীগঞ্জ পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে জীবানুনাশক স্প্রে ছেটানো হবে।
জীবাণুনাশক স্প্রে ছেটানোর সময় কালীগঞ্জ পৌর মেয়র ছাড়াও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, হিসাব রক্ষক মো. দুলাল মোড়ল, সাংবাদিক আব্দুর রহমান আরমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel