সাভার প্রতিনিধি : সাভারের তেঁতুলঝোড়া এলাকায় ‘ছেলে’ধরা’ সন্দেহে গণপি’টুনিতে এক নারী নি’হত হওয়ার পাঁচ দিন পর তাঁর পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম সালমা বেগম (৪০)। তিনি ‘ছেলে’ধরা’ ছিলেন না। নিজের সন্তানদের দেখতে এসে গুজবে বলি হলেন সালমা। বুধবার সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমারত হোসেন নি’হতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সালমা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার মুসলিমাবাদ গ্রামের বিল্লাল বেপারীর মেয়ে বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার বিকেলে মামলাটির তদন্ত কর্মকর্তা সাভার চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এমারত হোসেন নি’হতের পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
নি’হত সালমা বেগমের চাচা কোহিনূর ইসলাম বলেন, ‘আমার ভাতিজি সালমার সঙ্গে সাভারের ইমান্দিপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মিজানুরের পারিবারিকভাবে বিয়ে হয়। ১০-১২ বছর আগে মিজানুর ভাতিজিকে ডিভোর্স দিয়ে আবারও বিয়ে করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।