নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর ঝুন্ডিপাড়ার মো. গোলাম রাব্বানী (৪২) ও তার মেয়ে সাদিকিনা রশনি (৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরির্দশক (তদন্ত) মো. মিন্টু রহমান জানান, মোটরসাইকেলে করে গোলাম রাব্বানী তার মেয়ে রশনিকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। পথে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
ট্রাকটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।