জুমবাংলা ডেস্ক : পড়ার টেবিলে পাশে যে সময় পড়ার কথা সে সময় অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে মিম। মুহূর্তের মধ্য মায়ের নজরে আসে। কীটনাশকের দুর্গন্ধ আসছে মুখ থেকে। মিমকে নিয়ে বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়লেন সবাই।
কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না। মৃত্যুর কোলে ঢলে পড়ল মিম।
বরগুনার বেতাগীর বিবিচিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামের রাসেল খানের মেয়ে মিম। ফুলতলা বিবিচিনি বিকাশ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে বিষপান করে। পড়ার টেবিলের পাশে মুমূর্ষু অবস্থায় মা দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রবীন্দ্র নাথ সরকার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) প্রেরণ করেণ। কিন্তু বরিশাল শেবাচিমে নেওয়া পথে মৃত্যু হয় মিমের। কোন কারণে বা অভিমানে মিম এমনটা করল তার কোনো কারণ জানা যায়নি। গতকাল শনিবার গভীর রাতেই তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
বেতাগী থানার ওসি মো. শাহআলম হাওলাদার জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।