ধর্ম ডেস্ক : নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
প্রশ্ন : আমাদের দেশের মেয়েদের কপালে টিপ পরে সাজসজ্জা করা কি জায়েজ?
উত্তর : বিভিন্ন ধরনের লাল, নীল টিপ ব্যবহার করার বিষয়টি ইসলামী শরিয়ত মতে উচিত নয়। এটি ইসলামী আদর্শ বা এর চিন্তাধারার পরিপন্থী কাজ। এ বিষয়ে আলেমদের মধ্যে বিভিন্ন বক্তব্য রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হলো, এটাকে পরিহার করাই উত্তম। এগুলো অন্য সংস্কৃতির সঙ্গে বা অন্য চিন্তাধারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যে সাদৃশ্য রাসুল (সা.) সম্পূর্ণ হারাম করেছেন। সহিহ মুসলিম ও সহিহ বুখারির মধ্যে এসেছে যে, যারা অন্য কোনো জাতির সঙ্গে সাদৃশ্য করে, তারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারা আমার দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।