নারী দের প্রতি পুরুষেরা আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ব্যাপার। যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে। কিন্তু ঠিক কী কী কারণে পুরুষেরা আকৃষ্ট হয় নারীদের প্রতি? আসুন সেগুলো জেনে নিই
এক ঝলকে দেখে নেওয়া যাক পুরুষের মন ভোলানো সেই ১০ টি বৈশিষ্ট্য—
শান্ত স্বভাব :যেসব নারী শান্ত প্রকৃতির এবং আচারণগতভাবে বুদ্ধিমান তাদের বেশি পছন্দ করে পুরুষরা।
আত্মবিশ্বাস : নারীর আত্মবিশ্বাস পুরুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসী নারীদের মধ্যে আবেদন ও আর্কষণ খুঁজে পায় পুরুষরা। নারীদের কথা বলা ও নিজেকে আলাদা করে তোলার ধরণই একটি পুরুষের মনে তার প্রতি আকর্ষণ জাগিয়ে তোলে। এক্ষেত্রে আত্মবিশ্বাস বড় ভূমিকা পালন করে।
বুদ্ধিমত্তা : নারীর বুদ্ধিদীপ্ত চেহারা সব পুরুষকেই আকর্ষণ করে। পুরুষেরা আর্কষণ খুঁজে পায় যখন কোনো নারী যুক্তি দিয়ে অন্তর থেকে কথা বলে।
সেন্স অফ হিউমার : নারী ও পুরুষ উভয়ই সেন্স অফ হিউমার এ আকৃষ্ট হয়। একটি নারীর সেন্স অফ হিউমার পুরুষের কাছে উপভোগ্য ।
চোখ : নারীদের চোখ পুরুষের আকর্ষণের একটি বড় জায়গা। ঘন কাজল কালো চোখের মায়াবী দৃষ্টি তে আবেদন খুঁজে পায় পুরুষরা
পজিটিভ মনোভাব : পজিটিভ মনোভাব একজন নারীর ব্যক্তিকে পূর্ণ করে তোলে। একইভাবে নারীদের মনোভাব পুরুষকে আকৃষ্ট করে। ইতিবাচক মনোভাব বেশিই আকৃষ্ট করে পুরুষকে। এটাই সাধারণত পুরুষেরা নারীদের মধ্যে খোঁজে এবং তাদের দৃষ্টিগোচর হয়।
চুল : অনেক পুরুষ আছে যারা প্রথমেই মেয়েদের চুল দেখে। পুরুষরা চুলের প্রতি আকৃষ্ট হয়, যেহেতু চুল নারীর ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আকর্ষণীয় দেখাতে চুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব নারীর সুন্দর চুল তাদের দিকে মনোযোগ চলে যায় পুরুষের।
শারীরিক গঠন : নারীদের এই সম্পদ পুরুষকে আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব নারীরা তার শারীরিক গঠনের দিকে নজর দেয় তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় পুরুষরা।
মানানসই পোশাক : ট্রেন্ডের সঙ্গে মানানসই পোশাক নারীদের বেশি আকর্ষণীয় করে তোলে। মেয়েদের পোশাক নির্বাচনের ধারণাও পুরুষকে আকর্ষণ করে। কোনো অনুষ্ঠানে নারীদের একটু আলাদা পোশাক নজর কাড়ে সব পুরুষেরই।
রহস্যময় আচরণ : রহস্যময় নারী পুরুষদের আকৃষ্ট করে। সব রহস্য প্রকাশ হলে পুরুষদের কাছে নারীদের আকর্ষণ কমে আসে। তাই রহস্যময়ী নারীদের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে পুরুষরা॥
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।