Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মে দিবসেও বকেয়া মজুরি ৩৩ হাজার পাটকল শ্রমিকের
    জাতীয়

    মে দিবসেও বকেয়া মজুরি ৩৩ হাজার পাটকল শ্রমিকের

    Shamim RezaMay 1, 2019Updated:May 9, 20193 Mins Read
    ফাইল ছবি
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : আজ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস এই দিন। মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার আর শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও দিন এটি। তবে মহান মে দিবসেও বকেয়া মজুরি ও বেতন পায়নি খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের ৩৩ হাজার শ্রমিক এবং কর্মকর্তা-কর্মচারীরা।

    পাটকল শ্রমিকরা জানায়, মে দিবসেও অর্ধাহারে অনাহারে রয়েছে পাটকল শ্রমিকরা। মে দিবসের দাবি আদায়ের আনন্দের পরিবর্তে পাটকল শ্রমিক পরিবারগুলোতে চলছে হাহাকার। পাটকলের এসব শ্রমিকদের অনেকের ৮ থেকে ১০ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। দাদন বা ধারদেনা করে চলছে পাটকল শ্রমিকদের সংসার। শ্রমিকরা নিয়মিত মজুরি না পেয়ে পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন অতিবাহিত করছে। পাটকল শ্রমিকরা তাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন দিতে পারছে না। এমনকি সন্তানদের জন্য ৩ বেলা খাবারও যোগাতে পারছে না। এমন দুর্দশায় পাটকল শ্রমিকদের মধ্যে নেই মে দিবসের আনন্দ।

    রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুটমিলের সিবিএ’র সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, ‘মে দিবসেও খুলনার কোনো পাটকলের শ্রমিকরা মজুরি পায়নি। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের দিন। কিন্তু এ দিনেও পাটকলের শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে রয়েছে। আমাদের এখানের শ্রমিকরা ১০ মাস মজুরি পায় না। ধারদেনা করে শ্রমিকরা আর কত দিন চলবে?’

    প্লাটিনাম জুট মিলের শ্রমিক নেতা খলিলুর রহমান বলেন, ‘৬ থেকে ১০ সপ্তাহ মজুরি না পাওয়া পাটকল শ্রমিকরা মে দিবসের মানে বোঝে না। তারা বোঝে পেট ভরে ভাত খেতে হবে। মজুরি প্রদানসহ ৯ দফা দাবি না মানলে আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হবো। অধিকার আদায়ের দিনেও রুটি-রুজির ন্যায্য পাওনা পাচ্ছে না শ্রমিকরা।’

       

    বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, ‘বার বার সময় চেয়েও রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের কোনো মিলেই বকেয়া মজুরি প্রদান করা হয়নি। এছাড়া সম্প্রতি মিলগুলোকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে চালানো হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। এর ফলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। আমরা আগামী ৩ মে এর প্রতিবাদে জনসভা করব। শ্রমিকদের ন্যায্য দাবি মানতে হবে।’

    বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, খালিশপুর, দৌলতপুর, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলে স্থায়ী শ্রমিক রয়েছে ১৩ হাজার ১৭০ জন এবং বদলি শ্রমিক সংখ্যা ১৭ হাজার ৪১৩ জন। পাটকলগুলিতে শ্রমিকদের ৬ থেকে ১০ সপ্তাহের মজুরি এবং কর্মকর্তা-কর্মচারীদের ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। তাদের পাওনার পরিমাণ প্রায় ৫২ কোটি টাকা।

    বিজেএমসির খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন জানান, খুলনা অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের বকেয়া মজুরির পরিমাণ ৪২ কোটি টাকা। অপরদিকে কর্মচারী-কর্মকর্তাদের আরও ১০ কোটি টাকার বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে প্রায় ৫২ কোটি টাকা বকেয়া রয়েছে। বিষয়টি বিজেএমসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

    ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান গাজী শাহাদাৎ হোসেন জানান, আর্থিক সংকটের কারণে শ্রমিকদের নিয়মিত মজুরি প্রদান করা সম্ভব হচ্ছে না। মিলের শ্রমিকদের ১০ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। প্রতি সপ্তাহে শ্রমিকদের প্রায় ৯০ লাখ টাকা মজুরি দিতে হয়। সে অনুযায়ী শ্রমিকদের প্রায় ১০ কোটি টাকার শুধু মজুরি বকেয়া পড়েছে।

    পাটকলগুলোর কর্মকর্তারা জানান, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত খালিশপুর, দৌলতপুর, ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, আলীম, জেজেআই ও কার্পেটিং মোট ৯টি জুট মিলের প্রায় ৩৩ হাজার শ্রমিক রয়েছে। তাদের ৬ থেকে ১০ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। আর্থিক সংকটের কারণে তাদের নিয়মিত মজুরি প্রদান করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে মিলগুলোতে প্রায় ৩০০ কোটি টাকার উৎপাদিত পাটজাত পণ্য অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে। এসব পণ্য বিক্রি করা সম্ভব হলে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা সম্ভব হতো।

    উল্লেখ্য, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ নয় দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ মে জনসভা ও পরবর্তীতে লাগাতার ধর্মঘট এবং অবরোধের আল্টিমেটাম দিয়েছেন পাটকল শ্রমিকরা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ৩৩ অধিকার আইন আন্দোলন আন্দোলনের ইতিহাস উন্নয়ন: দিবস দিবসেও দিবসের ইতিহাস নিরাপত্তা ন্যায় পাটকল প্রতিবাদ বকেয়া, বাতায়ন বৃদ্ধি মজুরি মে শিল্প শিল্প সংকট শ্রমিক শ্রমিকের সংগঠন হাজার হাজার শ্রমিক
    Related Posts
    Egg

    আখতারের ওপর হামলায় আটক যুবলীগ কর্মীর পরিচয় মিলেছে

    September 23, 2025
    NK

    ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপে বসতে যাচ্ছে ইসি

    September 23, 2025
    Sarjis

    শাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব : সারজিস

    September 23, 2025
    সর্বশেষ খবর
    Fistborn codes

    Active Roblox Fistborn Codes for September 2025: Free Rewards

    SpaceX Starship Test Flight

    SpaceX Starship Test Flight Achieves Major Milestone in Orbital Test

    ক্যান্সারের ঝুঁকি বাড়া

    ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সবচেয়ে বাড়িয়ে দিবে ৬টি খাবার

    junior lawyer work hours

    Junior Lawyers Face Grueling 11-Hour Days in New UK Legal Sector Report

    Titas Gas

    গ্যাস না পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছেন তিতাসের গ্রাহকরা

    ধর্ষণ

    পীরগঞ্জে খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ

    What to Know About the 2025-2026 International Research Funding Call

    What to Know About the 2025-2026 International Research Funding Call

    Land

    জমি কেনার আগে যেসব বিষয় জানা জরুরী

    Vedanta Delhi Half Marathon

    Vedanta Delhi Half Marathon : Delhi NCR Pacers Lead Charge for 20th Edition

    west bengal

    বাংলাদেশি কিশোরীকে পাচারের অভিযোগে দুই ভারতীয় গ্রেফতার

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.