মোংলা বন্দর নিয়ে নতুন পরিকল্পনা নিয়েছে বর্তমান বাংলাদেশের অন্তবর্তী সরকার। শীঘ্রই মংলা বন্দর আঞ্চলিক হাব হিসেবে দক্ষিণ এশিয়ায় পরিচিতি পাবে। এরকম পরিকল্পনা এর কথা জানিয়েছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার কার্যক্রম শীঘ্রই শুরু করবেন তিনি। একনেকের বৈঠক শেষ করে এ ধরনের কথা সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়ে দেন তিনি। বাংলাদেশ সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও জানান যে, চীন মংলা বন্দর নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছে।
কাজেই মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এটিকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে। গ্যাসের কূপ খনন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি একনেক সভায় আলোচনা হয়েছে।
আজকের একনেক সভায় মোট তেরোটি প্রকল্প সফলভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এখানে মোট ব্যয় করা হচ্ছে ১২,৫৩২ কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে নতুন গ্যাসের কূপ খনন করা এবং সবার জন্য নিরাপদ খাদ্য যেন নিশ্চিত করা যায় সেই বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘অনেক প্রকল্পে পায়রা বন্দর, এরকম কিছু প্রকল্প আছে। এ সব প্রকল্পে দেশীয় যারা ঠিকাদার এরা কিন্তু রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিল।’
এ সময় আসছে বাজেট নিয়ে তিনি জানান, অর্থায়নের জন্য বিদেশ নির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য রাজস্ব বাড়ানোতে মনোযোগ দেয়া হবে। বাংলাদেশের এলডিসি গ্র্যজুয়েশনের সময় বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বাজেটের ঘাটতি তো বেশি বাড়ানো যায় না তাহলে তো মূল্যস্ফীতি হবে। সে কারণে দেশীয় অর্থায়ন আর বৈদেশিক অর্থায়ন উল্টো হয়ে গেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।