আন্তর্জাতিক ডেস্ক : মোজাম্বিকের উত্তর-পশ্চিমের টেটে অঞ্চলে এক কার্গো কন্টেইনারে ৬৪ জনের মরদেহ পাওয়া গেছে। এদের সবাই অভিবাসী বলে খবরে বলা হয়েছে।
দেশটির কর্মকর্তারা জানান, মালাওয়ি থেকে একটি ট্রাকে করে এসব অবৈধ অভিবাসী নিয়ে যাওয়া হচ্ছিল এবং টেটের মাসাকানা ব্রিজে ট্রাকটি আটক করা হয়। সেখানেই ৬৪ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ট্রাকের ভিতরে এক কার্গো কন্টেইনারে অভিবাসীদের লাশ পাওয়া যায়।
মঙ্গলবার রাতে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানায়, ওই ট্রাকে ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র হাসপাতাল কর্মকর্তা এএফপিকে জানায়, ধারণা করা হচ্ছে অভিবাসীরা শ্বাসরোধে মারা গেছে।
বেঁচে যাওয়া অভিবাসীরা জানান, তারা ইথিওপিয়ান এবং দক্ষিণ আফ্রিকার অভিমুখে যাচ্ছিল। ইতিমধ্যে ওই ট্রাকের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা দুইজনেই মোজাম্বিকের নাগরিক। সূত্র : এএফপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।