গরমকালের মতও শীতকালেও পায়ে মোজা পরলে দুর্গন্ধ হতে পারে। শীতকালেও মোজা পরলে পায়ে দুর্গন্ধ হলে ব্যাপারটা বেশ খারাপ অস্বস্তিকর। এই সময় মোজা পরে থাকলে পায়ে অসম্ভব দুর্গন্ধ হলে বড় এক বিড়ম্বনা। এই সমস্যা থেকে নিস্তার পেতে কিছু টিপস অনুসরণ করতে পারেন। পাঠকদের জন্য রইল ঘরোয়া উপায়ে সমাধান-
বেকিং সোডা জীবাণু দূর করতে দারুণ কাজে দেয়। পায়ে পাউডারের মতো কর্ন ফ্লাওয়ার মিশিয়ে লাগান। এতে পায়ে জীবাণু বাসা বাধতে পারবে না। দুর্গন্ধতো হবেই না সেই সঙ্গে পায়ের ত্বকও ভালো থাকবে।
র-চা
র-চা খাওয়া যেমন স্বাস্থ্যকর তেমনই পায়ের দুর্গন্ধের জন্য কার্যকর। দু’টো টি ব্যাগ কিংবা সমপরিমাণ চা পাতা পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সামান্য পানি মিশিয়ে ১৫-২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। পায়ে কোনও রকম ছত্রাকজাত সংক্রমণ হবে না এবং দুর্গন্ধও হবে না।
ল্যাভেন্ডার অয়েল
কয়েক ফোটা ল্যভেন্ডার অয়েল আপনার ফুট ক্রিমে মিশিয়ে পায়ে মাসাজ করুন। এতেও পা থাকবে জীবাণুমুক্ত।
ভিনিগার
একটা গামলায় গরম পানি নিয়ে তাতে কয়েক চামচ ভিনিগার এবং সি-সল্ট মিশিয়ে পা ডুবিয়ে বসে থাকুন। ২০ মিনিট পর ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি দুর্গন্ধের সমস্যা সমাধান হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।