জুমবাংলা ডেস্ক : জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় আবারও বাড়িয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সেই অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত কাগজপত্র হালনাগাদ করা যাবে।
রবিবার (৫ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরিমানা ব্যতিত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সব প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হলো।
এর আগে গত ২ এপ্রিল বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ এপ্রিল পর্যন্ত মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বৃদ্ধির কথা জানানো হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।