বিনোদন ডেস্ক : একের পর এক অঘটন ঘটিয়ে খবরের শিরোনামে থাকছেন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। এবার নড়াইলের রাস্তায় মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে সম্প্রতি দুর্ঘটনা ঘটিয়েছেন তিনি। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পান এই গায়ক।
শুক্রবার (১৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। গায়কের এমন কর্মকান্ডে রীতিমতো নিন্দার ঝড় বইছে নেটমাধ্যমে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে গেলে তার মাতালামি দেখে ভিডিও ধারণ করেন।
ওই ভিডিওতে দেখা যায়, নোবেল মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং স্থানীয়দের তাচ্ছিল্য করে বিভিন্ন মন্তব্য করছেন। পরে স্থানীয়রা নোবেলকে প্রাথমিক সেবা দিয়ে কিছুটা স্বাভাবিক করে তার বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মোটরসাইকেলের মালিক বলেন,বৃহস্পতিবার সন্ধ্যার পর আমার বাড়ির সামনের সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করে বাড়ির ভেতরে ঢুকছিলাম। তখন মোটরসাইকেল পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে যাই। সামনে এগিয়ে দেখি মোটরসাইকেলসহ একজন পড়ে আছেন। তার মুখ দেখে চিনতে পারি তিনি গায়ক নোবেল। তারপরও সে এলোমেলোভাবে বলতে থাকেন, আমি গোপালগঞ্জের গায়ক নোবেল। বোঝা যাচ্ছিল তিনি ড্রিংকস করেছেন।
তিনি আরও বলেন, নোবেলকে এ অবস্থায় দেখে সত্যি আমি বিস্মিত হই! ভারতের ‘সারেগামাপা’ অনুষ্ঠানের পর নোবেলের ভক্ত হয়ে যাই আমি। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত নানান সময়ে তার বিতর্কিত খবরের কারণে হতাশ হয়েছি। এমন সম্ভাবনাময় শিল্পী এভাবে নষ্ট হয়ে যাচ্ছে! আজ নিজ চোখে দেখলাম।
ঘটনার সময়ে উপস্থিত বড়দিয়া এলাকার এক ব্যক্তি বলেন, এর আগেও গায়ক নোবেল মদ খেয়ে আমাদের এলাকায় এসেছেন। এবার মদ্যপ অবস্থায় তিনি উল্টাপাল্টা বকছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর আবারও তীব্র সমালোচনার মুখে পড়েছেন নোবেল। একজন লিখেছেন, আমাদের গায়ক ভাই পাশের জেলার গান করতে নয় মাতলামি করতে যাচ্ছে, এসব নেশাটেশা কমিয়ে কাজে মনোযোগী হলে তো ভালো হতো। আরেকজন লিখেছেন, একটা প্রতিভা কিভাবে ধ্বংস হয় নোবেল তার উজ্জ্বল প্রমাণ।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত নোবেলের পক্ষ থেকেই কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।