জুমবাংলা ডেস্ক : খুলনার খানজাহান আলী থানার এসআই আনোয়ার হোসেনের ছেলে নাহিদ হাসান সোহাগ (২৬) আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল ৭টায় নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নতুন মোটরসাইকেল না পেয়ে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, নতুন বছরের শুরুতে পরিবারের কাছে নতুন মোটরসাইকেল চেয়েছিলেন সোহাগ। কিন্তু মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের সঙ্গে ঝগড়া করে বৃহস্পতিবার রাত ১১টায় তিনি নিজ ঘরে ঘুমুতে যান। শুক্রবার সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তার লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়।
তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আনোয়ার হোসেন নগরীর পথের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.