জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আগুনে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার” জন্য তৈরি করা “ফ্যাসিবাদের মুখাবয়ব” এবং “শান্তির পায়রা” মোটিফ পুড়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত যুবককে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাদ আলী।
রবিবার (১৩ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
মো. সাজ্জাদ আলী বলেন, “নববর্ষে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে নির্মিত স্বৈরাচারের প্রতিকৃতি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রার আগেই তাকে গ্রেপ্তার করা হবে।”
পয়লা বৈশাখের বর্ষবরণের আয়োজন ঘিরে কোনো আশঙ্কা আছে কি-না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “কোনো ঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী আছে। গোয়েন্দা সংস্থা রয়েছে। আমাদের কোনো ঝুঁকির কথা জানানো হয়নি।”
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়া হয়। এর মধ্যে, ফ্যাসিবাদের প্রতীক হিসেবে তৈরি করা “ফ্যাসিবাদের মুখাবয়ব” সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। পাশাপাশি, শান্তির প্রতীক হিসেবে তৈরি করা “শান্তির পায়রা” মোটিফটি আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।